Add commentMore actions

কাদিরদী গুদাম, ফরিদপুর

  • ধারণক্ষমতা 1020.00 Metric Ton
  • বর্তমান স্টক 470.00 Metric Ton
  • স্থান কাদিরদী, ফরিদপুর
  • শস্যের ধরণ Maize

এক নজরে শগঋক কাদিরদি গুদামের তথ্যঃ

 

কৃষি বিপণন অধিদপ্তরের শস্য গুদাম ঋণ কার্যক্রম (শগঋক) এর কাদিরদি গুদামটি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদি বাজারে অবস্থিত। গুদামটিতে বর্তমানে সুবিধাভোগী মোট ৮১৫ জন আওতাভুক্ত কৃষক আছে। বাংলাদেশ কৃষি ব্যাংক, কাদিরদি শাখা এই গুদামের ঋণদান কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট আছে। গুদামটির গুদাম রক্ষক জনাব মোঃ নজরুল ইসলাম।


(ক) অফিসের নাম ও অবস্থান:

 

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদি বাজারে অবস্থিত ।

 

কাদিরদি গুদাম পরিচালনার জন্য ২টি কমিটি বিদ্যমান আছে। একটি হলো ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং  ৭ সদস্য বিশিষ্ট স্থানীয় গুদাম কমিটি।

 

উপদেষ্টা কমিটি 

01 প্রাথমিক তথ্যাবলী :

() অফিসের নাম ও অবস্থান:

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদি বাজারে অবস্থিত । 

() পরিদর্শনের তারিখ: 02/01/2025খ্রিঃ

 

 

() ভাড়া গুদাম কি-না?(প্রযোজ্য ক্ষেত্রে) যদি হ্যাঁ হয়,অফিসের স্পেস এর পরিমান ভাড়ার পরিমান এবং চুক্তির মেয়াদ :

 

 গুদাম কৃষি বিপণন অধিদপ্তরের মালিকানাধীন। জমির পরিমাণ=27 শতাংশ।

 

02 গুদামের সুবিধাভোগীদের জন্য হিসাবধারী ব্যাংকের নামঃ

      হিসাব নম্বর নাম্বারঃ

 জনতা ব্যাংক লি. ধানুয়া কামালপুর শাখা, বকশীগঞ্জ, জামালপুর।

 

() নিরাপত্তাঃ বহিরাগত, অনাকাঙ্খিতরা গুদামে আসে কি-নাঃ

নথি পত্র সঠিকভাবে নিরাপদ স্থানে রাখাহয় কি-না?

আসে না। মূল দরজার সামনে একটি শহীদ মিনার আছে। গুদাম পরিচালনা পর্ষদকে আরো সচেতন হতে হবে।

জরুরী ‍ভিত্তিতে CCTV camera প্রয়োজন। বর্তমানে সে ব্যবস্থা নেই। নথিপত্র নিরাপদ স্থানে রক্ষিত।

() শৃঙ্খলাঃ সময়মত সকলে অফিসে আসেন কি-না?

অফিস চলাকালীন কর্মকর্তা/কর্মচারীরা মসনাযোগী কি-না?

সময়মত আসেন।

মনোযোগী

04 অফিস ব্যবস্থাপনা তঃসংক্রান্ত কার্যাবলীঃ

অফিস ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রয়োজন।

() কার্য সম্পাদনঃ কর্মকর্তা/কর্মচারী কর্তব্য দায়িত্ব সম্পর্কে অবহিত কি-না?

এবং তা যথাযথভাবে পালন

গুদাম ঘরটি কোথায়
0 কমেন্ট

We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience. learn more

Allow